নতুন করে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেবে না বিকেএমইএ

পোশাক শিল্প, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 13:39:46

দ্বিতীয় দফায় (৫-৯ এপ্রিল) সরকার ঘোষিত সাধারণ ছুটিতে কারখানা বন্ধ বন্ধ রাখার সিদ্ধান্ত নেবে না নিট পোশাক কারখানাগুলোর সংগঠন বিকেএমইএ। তবে কেউ যদি কারখানা বন্ধ রাখে, সে ক্ষেত্রে শ্রমিকদের পাওনা পরিশোধ করে নিয়ম অনুসারে বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এই সংক্রান্ত এক বিশেষ নির্দেশনা আরোপ করেছেন সংগঠনের সভাপতি একেএম সেলিম ওসমান।

বিশেষ নির্দেশনায় বলা হয়, ৪ এপ্রিলের পর থেকে কারখানা চালু রাখবেন কিনা বন্ধ রাখবেন এটি আপনার সিদ্ধান্ত। যদি কেউ কারখানা চালু রাখেন তাহলে, করোনাভাইরাসের আক্রমণ থেকে আপনার শ্রমিকদেরকে রক্ষা করবেন। স্বাস্থ্য সুরক্ষার বিধি মেনে কারখানা পরিচালনা করবেন।

৪ এপ্রিল পর্যন্ত বিকেএমইএ'র পক্ষ থেকে কারখানা বন্ধ রাখার যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল, নির্ধারিত সময়ের পর থেকে তা আর থাকছে না। তবে কারখানা চালু কিংবা বন্ধ রাখার বিষয়টি বিকেএমইএকে অবহিত করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর