১৪ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধের অনুরোধ বিজিএমইএর

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 06:18:12

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

সোমবার (৬ এপ্রিল) বিজিএমইএর সচিব মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিএমইএ সদস্যদের অনুরোধ জানিয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে সদস্যভুক্ত পোশাক কারখানাগুলো আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে সদস্যদের প্রতি বিজিএমইএর অনুরোধ অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিজিএমইএর সব সদস্য প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব শ্রমিক ভাইবোনদেরকে মার্চ মাসের মজুরি প্রদানেরও অনুরোধ করা হচ্ছে।

এরইমধ্যে বিজিএমইএ সদস্যদের সহায়তার জন্য বিজিএমইএ দফতরে একটি সেল খোলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর