প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আওতাধীন ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজমকে ( ইপনা) এক হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছে পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ডিএসই ডিবিএ এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে।
ডিবিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও এর নেতৃত্বে সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী এবং পর্ষদের অন্যান্য পরিচালকরা সরঞ্জামাদি ইপনার পরিচালক অধ্যাপক ডা. শাহীন আক্তার হাতে তুলে দেন। এ সময় ইউনিটের অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা. শাহীন আক্তার দেশের এই সংকটকালীন সময়ে ডিবিএ’র এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব রিচার্ড ডি রোজারিও তার বক্তব্যে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে ডিবিএ ইপনাকে পিপিই প্রদানের মাধ্যমে স্বাস্থ্য সেবা দিতে পেরে অত্যন্ত আনন্দিত।