সামাজিক দূরত্ব বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের কঠোর বার্তা

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 20:09:16

করোনাভাইরাসের সংক্রামণ রোধে লেনদেনের সময় সামাজিক দূরত্ব (৩ মিটার) বজায় রাখার বিষয়ে কঠোর সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (০৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

পাশাপাশি দর্শনার্থী বা সাক্ষাৎ প্রার্থীদের ব্যাংকে আগমন নিরুৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের সংক্রামণ রোধে সামাজিক দূরত্ব (৩ মিটার) বজায় রাখতে নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু অনেক ব্যাংকেই গ্রাহক লেনদেনের সময় এ নিয়ম অনুসরণ করছে না।

এতে বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম ব্যতিত দর্শনার্থী বা সাক্ষাৎ প্রার্থীদের ব্যাংকে আগমন নিরুৎসাহিত করতে হবে। ব্যাংকে উপস্থিত সকলের মধ্যে যাতে নির্দিষ্ট দূরত্ব (ডব্লিউএইচও এর গাইডলাইন অনুযায়ী) বজায় থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন ব্যাংকে আগত বিভিন্ন ভাতা গ্রহণকারীসহ গ্রাহক, দর্শনার্থী, সাক্ষাৎ প্রার্থী ও কর্মকর্তা-কর্মচারী ব্যাংকে আসার পর নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছেন না। তাই পুনরায় নির্দেশনা দেওয়া যাচ্ছে যে, ব্যাংকে আগত বিভিন্ন ভাতা গ্রহণকারীসহ গ্রাহক, দর্শনার্থী, সাক্ষাৎ প্রার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ ব্যাংকে আসার পর যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখেন সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তা গ্রহণ করা যেতে পারে।

এ সম্পর্কিত আরও খবর