আইপিএফএফ-২ প্রকল্পের অধীনে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ইস্টার্ণ ব্যাংক চুক্তি

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 13:45:48

বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থায়ন সুবিধা (আইপিএফএফ-২) প্রকল্পের অধীনে বাংলাদেশের ব্যাংকের সঙ্গে ইস্টার্ণ ব্যাংকের অংশদারিত্বমূলক চুক্তি হয়েছে।

মঙ্গলবার (৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

গভর্নরের উপস্থিতিতে এই চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং আইপিএফএফ-২ এর প্রকল্প পরিচালক আহমেদ জামাল এবং ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ।

চুক্তি অনুযায়ী, ‘আইপিএফএফ-২ প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রায় ৪০৩.৭০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ হিসেবে প্রদান করবে।

‘এই ঋণ আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের পাওয়ার ও অবকাঠামো খাতের প্রকল্পসমূহে অর্থায়ন করতে পারবে।’

চুক্তিতে আরও বলা হয়েছে, ‘অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে ইবিএল পাওয়ার ও অবকাঠামো খাতে তার গ্রাহকদের সুবিধাজনক অর্থায়ন সুবিধা প্রদানে সক্ষম হবে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র আর্থিক খাত বিশেষজ্ঞ এ. কে. এম. আবদুল্লাহ, ইস্টার্ণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহিন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বৈদেশিক ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মো. ওবায়দুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর