দেশের তৈরি পোশাক খাতের ২৭৮টি কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
বিজিএমইএ’র সদস্যভুক্ত ৪ হাজার ২০০ কারখানার মধ্যে ২৭৮টি কারখানার শ্রমিকদের বেতন নিয়ম অনুযায়ী পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ সূত্র।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনটির সভাপতি ড. রুবানা হক বলেন, করোনাভাইরাসের কারণে পোশাক কারখানা বন্ধ রয়েছে। তারপরও মালিকরা শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
তিনি বলেন, বিজিএমইএ’র পক্ষ থেকে আগামী ১৬ এপ্রিলের মধ্যে সকল শ্রমিকের মার্চ মাসের পাওনা বুঝিয়ে দিতে বলা হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধ করা হবে।
এদিকে মার্চ মাসের বেতন পরিশোধের জন্য প্রধানমন্ত্রী ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। মালিকেরা ২ শতাংশ সুদে এই টাকা নিয়ে শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারবেন।
বিজিএমইএ বলছে, প্রাণঘাতী করোনার কারণে এখন পর্যন্ত ১১২৩টি কারখানার ৯৬৭ দশমিক ১ মিলিয়ন ক্রয় আদেশ বাতিল ও স্থগিত হয়েছে। এতে ৩ দশমিক ১১ বিলিয়ন ডলার সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে পোশাক খাতে। পোশাক খাতে ২২ লাখ ৪ হাজার শ্রমিক কাজ করেন।