সরকারি ছুটির সাথে সমন্বয় রেখে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত পুঁজিবাজারের অফিসিয়াল এবং লেনদেন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (১১এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটির ধারাবাহিকতায় আগামী ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ হতে ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনা করে৷
সাধারণ ছুটির সাথে ১৭ ও ১৮ এপ্রিল এবং ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটিও সংযুক্ত৷ সরকারের এই সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এর ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ শনিবার ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে৷
একই কথা জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
পুঁজিবাজারের সাথে সাথে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ শপিংমল,তৈরি পোশাক কারখানাএবং বিমা কোম্পানিগুলোও বন্ধ থাকবে।