বিটিএমএ মিলগুলো ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-16 10:11:56

বিজিএমইএ ও বিকেএমইএর পর আগামী ২৫ এপ্রিল পর্যন্ত মিলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিটিএমএ। সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন এই সিদ্ধান্ত নিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রনালয়ের ১০ই এপ্রিল তারিখের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় মহামারি করোনাভাইরাসের ব্যাপক বিস্তারে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সরকারের ছুটির সাথে সামঞ্জস্য রেখে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বিটিএমএর সদস্য মিলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে এ সময়ে কোনো মিল বেতন-মজুরি প্রদানের জন্য খোলা রাখার প্রয়োজন হলে সেজন্য বিটিএমএ সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর