মার্চ মাসের বেতন-ভাতার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে রাজধানীর কমলাপুর সরদার গার্মেন্টস, বাড্ডার ইউরোজোন ফ্যাশনস, ফেলকোন ইন্টারন্যাশনাল ও ক্যালামন গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করছেন।
এছাড়া টঙ্গীর বিসিক এলাকার দু’টি গার্মেন্টস এবং দারুস সালাম রোড, মিরপুর-১১ এলাকায়ও বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ চলছে। একই দাবিতে বিগত কয়েকদিন ধরেই রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
বিজিএমইএ সভাপতি রুবানা হক জানান, বিন্নি গার্মেন্টস ১৬ এপ্রিল বেতন পরিশোধ করবে। ইউরোজোন ফ্যাশনস, ফেলকোন ইন্টারন্যাশনাল ও ক্যালামন গার্মেন্টসও ১৬ তারিখের মধ্যে বেতন দেবে। আর রেদওয়ান টেক্সটাইল শ্রমিকদের বেতন পরিশোধ করবে ২৫ এপ্রিল।
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র তথ্য মতে, ২২৭৪টি কারখানার মধ্যে অর্ধেকই এখনও তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এসব গার্মেন্টসে ১ কোটির বেশি শ্রমিক রয়েছেন। বাকি সব কারখানার মালিকরা ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করবে বলে আশা করছে বিজিএমইএ।