বেতনের জন্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলেছেন রফতানিমুখী গার্মেন্টসের ১৯ লাখ ২০ হাজার জন শ্রমিক। করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত গার্মেন্টস মালিকরা সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের মাধ্যমে ব্যাংক থেকে ২ শতাংশ সুদে ঋণ নিয়ে শ্রমিকদেরকে বেতন পরিশোধ করবেন।
শনিবার (১৮এপ্রিল) তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি বলছে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ৪ এপ্রিল পর্যন্ত সময়ে রফতানিমুখী গার্মেন্টসের ১৯ লাখ ২০ হাজার শ্রমিক মোবাইল ব্যাংকিংয়ের আওতায় এসেছেন। এর মধ্যে বিকাশে অ্যাকাউন্ট খুলেছেন ৯ লাখ ৭০ হাজার, রকেটে অ্যাকাউন্ট খুলেছেন ৫ লাখ ৫০ হাজার এবং নগদে অ্যাকাউন্ট খুলেছেন ৪ লাখ জন শ্রমিক।
বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক বলেন, ‘করোনার কারণে এখন পর্যন্ত ৩ দশমিক ১৯ বিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ ক্রেতাদের অর্ডার বাতিল স্থগিত হয়েছে। মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার প্রণোদনা দিয়েছে।’