১১০ পোশাক কারখানার শ্রমিক বেতন পাননি

পোশাক শিল্প, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 08:19:50

তৈরি পোশাক খাতের ২৩ লাখ ৮৯ হাজার ৫শ’ শ্রমিক মার্চ মাসের বেতন-ভাতা পেয়েছেন বলে জানিয়েছে বিজিএমইএ।

মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনটি।

বিজিএমইএ জানায়, বর্তমানে বিইজএমইএ’র সদস্যভুক্ত কারখানায় কর্মরত ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ শ্রমিকের মধ্যে ২১ এপ্রিল পর্যন্ত মার্চ মাসের বেতন পেয়েছেন ২৩ লাখ ৯৪ হাজার ৫০০ শ্রমিক।

সংগঠনটির হিসাব অনুযায়ী এখনো মার্চ মাসের বেতন পাননি ৭৭ হাজার ৯১৭ জন পোশাক শ্রমিক।

বিজিএমইএর সদস্য দুই হাজার ২৭৪ প্রতিষ্ঠানের মধ্যে ২ হাজার ১৬৪টি প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন পরিশোধ করেছে, যা মোট কারখানার ৯৫ দশমিক ১৬ শতাংশ।

এছাড়া বাকিদের বেতন পরিশোধ প্রক্রিয়াধীন। সেই হিসাবে এখনো ১১০টি কারখানার শ্রমিক বেতন-ভাতা পাননি, যা শতাংশের হিসেবে ৪ দশমিক ৮৪ শতাংশ।

বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, বেশির ভাগ বড় বড় প্রতিষ্ঠান মার্চের বেতন পরিশোধ করেছে। যারা বেতন দেননি তাদের অধিকাংশ ছোট ছোট প্রতিষ্ঠান। তবে ২২ এপ্রিলের মধ্যে শতভাগ শ্রমিক মার্চ মাসের বেতন পাবেন।

এর আগে ১৩ এপ্রিল এক বিবৃতিতে চলমান করোনা পরিস্থিতির মধ্যে শ্রমিকদের মার্চের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

এ সম্পর্কিত আরও খবর