রমজানে ক্লিয়ারিং হাউস চালুর নতুন সময়সূচি

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 05:29:38

আসছে রমজান মাসে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) বা বাংলাদেশ ব্যাংকের স্বয়ংক্রিয় নিকাশ ঘরের কার্যক্রমও সীমিত পরিসরে চালু থাকবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে। এতে রমজান মাসে বিএসিএইচ চালুর নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে ৫ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক দুপুর দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হ‌বে বিকেল ৩টার ম‌ধ্যে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির দিনগুলোতে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ।

সার্কুলারে আরও বলা হয়েছে, নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি সাধারণ ছুটি থাকাকালীন গত ২ ও ৬ এপ্রিল সময়সূচি অনুসারে বিএসিএইচ’র কার্যক্রম পরিচালিত হবে। আর রমজান মাসের পর আগের প্রচলিত সময়ে বিএসিএইচ কার্যক্রম পরিচালিত হবে।

এ সম্পর্কিত আরও খবর