বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস ২০১৮ এর সংশোধনী প্রস্তাব কতিপয় পরিবর্তন সাপেক্ষে অনুমোদিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২৫ তম নিয়মিত সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জনমত যাচাইয়ের নিমিত্তে পত্র-পত্রিকা এবং কমিশনের ওয়েব সাইটে সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে প্রকাশের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।