কালো টাকা সাদার সুযোগ না দেয়ার প্রস্তাব সিপিডির

, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 03:01:28

আসছে ২০২০-২১ অর্থবছরের বাজেটে দেশের অর্থনীতিতে কালো টাকা সাদা করার সুযোগ না দেয়ার প্রস্তাব জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ(সিপিডি)।

সংগঠনটি সরকারের প্রতি সম্প্রতি এই আহবান জানিয়েছে।

এছাড়াও সিপিডি'র বাজেট প্রস্তাবনাগুলো হচ্ছে- করপোরেট কর কমাতে সাবধানী হওয়া, প্রণোদনা দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকা, করমুক্ত আয়ের সীমা ৩.৫ লাখ টাকা করা, এসএমই'র টার্নওভার ট্যাক্সের সীমা বাড়িয়ে ১ কোটি টাকা করা, করের হার না বাড়িয়ে ফাঁকি বন্ধে কঠোর হওয়া, বাজেট ঘাটতি মেটাতে বিদেশি অর্থায়নের ওপর বেশি গুরুত্ব দেয়া, করোনার হটস্পট গুলোতে কারখানা খোলার ক্ষেত্রে সাবধান হওয়া, কালো টাকা সাদার সুযোগ না দেয়া, অর্থপাচার বন্ধ করা, তেলের দাম কম থাকায় যে মুনাফা আসবে তা দরিদ্র মানুষের হাতে দেয়া এতে অভ্যন্তরীণ চাহিদা চাঙ্গা থাকবে।

এ সম্পর্কিত আরও খবর