লামুদি গ্লোবাল অধিগ্রহণ করল বিপ্রপার্টির মূল কোম্পানি ইএমপিজি

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

নিউজ ডেস্ক বার্তা২৪.কম | 2023-08-21 19:01:33

লামুদি গ্লোবাল কোম্পানি অধিগ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশের একমাত্র প্রপার্টি সল্যুশন প্রভাইডার বিপ্রপার্টি ডটকম-এর মূল কোম্পানি ইমার্জিং মার্কেটস প্রপার্টি গ্রুপ (ইএমপিজি)। বর্তমানে মিডল-ইস্ট ও নর্থ আফ্রিকান (এমইএনএ), দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ইএমপিজি তাদের ব্যবসা পরিচালনা করছে। লামুদি গ্লোবাল অধিগ্রহণের ফলে প্রতিষ্ঠানটি ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মেক্সিকোতে তাদের ব্যবসা সম্প্রসারণ করবে।

ইএমপিজি ও লামুদির মধ্যে এ ধরনের চুক্তি এটাই প্রথম নয়। কারণ গত বছর বাংলাদেশে ইএমপিজির ফ্ল্যাগশিপ ভেঞ্চার বিপ্রপার্টি ডটকম লামুদি বাংলাদেশ অধিগ্রহণ করেছিল, যা বাংলাদেশের রিয়েল এস্টেট সেবা আরও জোরদার করতে সহায়তা করেছে।

লামুদি ২০১৩ সালে একটি অনলাইন প্রপার্টি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠে। যাদের মূল টার্গেট ছিল উদীয়মান বাজারগুলো। খুব অল্প সময়ের মধ্যে প্ল্যাটফর্মটি ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মেক্সিকোতে একটি সু-পরিচিত ও সু-সংগঠিত ব্র্যান্ড হিসেবে পরিচিতি পায়। ধারণা করা হয় ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মেক্সিকোতে রিয়েল এস্টেট খাতে বছরে মোট প্রায় ৫৫.১ বিলিয়ন ডলার লেনদেন হয়।

ইএমপিজি’র সিইও এমরান আলী খান বলেন, ‘লামুদি গ্লোবাল টিমকে আমরা ইএমপিজি পরিবারে স্বাগত জানাচ্ছি। তারা অনেক অভিজ্ঞতা ও জ্ঞান নিয়েই আমাদের সাথে আসছে। আমরা ওইসব মানুষদের মূল্যায়ন করি, যারা শুরু থেকেই এই ব্যবসার সাথে সম্পর্কিত। তাদের সাথে কাজ করতে পারলে ব্যবসার সম্প্রসারণ অব্যাহত থাকবে বলে আশা করছি এবং ইএমপিজি প্রয়োজন অনুযায়ী তাদের কৌশলগত, প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করবে।’

তিনি আরও বলেন, ‘লামুদি গ্লোবাল অধিগ্রহণের মাধ্যমে ইএমপিজি তাদের ব্যবসার মূল অঞ্চলগুলোর সাথে সাথে দক্ষিণ-পূর্ব এশিয়াকেও গুরুত্ব দেবে। এই অধিগ্রহণের মূল উদ্দেশ্য এসব এলাকায় আমাদের শক্তিশালী উপস্থিতির জানান দেওয়া। দক্ষিণ-পূর্ব এশিয়া খুবই ব্যস্ত ও ব্যাপক সম্ভাবনাময় উদীয়মান বাজার এবং আমরা এই এলাকার পেশাজীবী ও সাধারণ গ্রাহক উভয়কেই সবচেয়ে ভালো সেবা দিতে চাই।’

বিপ্রপার্টির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক নসওয়ার্দি বলেন, ‘গত বছর লামুদি বাংলাদেশকে অধিগ্রহণ করে বিপ্রপাটি। আমরা দেখেছি ওই অধিগ্রহণের ফলে কিভাবে বাংলাদেশের মানুষ রিয়েল এস্টেট খাতে উপকৃত হয়েছে। আমরা আশা করছি যে, নতুন এই অধিগ্রহণও একই পথ অনুসরণ করবে এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে এই উদ্যোগ আমাদের রিসোর্সগুলো সমন্বিত করবে।’

গত সপ্তাহে মিডল ইস্ট ও সাউথ এশিয়ায় ওলেক্স গ্রুপের ব্যবসার সঙ্গে একীভূতকরণের ফলে ইএমপিজির কোম্পানি ভ্যালুয়েশন দাঁড়িয়েছিল এক বিলিয়ন ডলারে। বর্তমানে ইএমপিজির অধীনে বাংলাদেশে বিপ্রপার্টি, আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডানে বায়ুত, পাকিস্তানে জামিন, মরোক্কো ও তিউনিসিয়াতে মুবাওয়াব এবং থাইল্যান্ডে খায়দি নামে ব্যবসা পরিচালিত হচ্ছে। বর্তমানে ওলেক্সের সাথে একীভূত হওয়ার কারণে আরব আমিরাতে দুবিজেল, ওলেক্স পাকিস্তান, ওলেক্স ইজিপ্ট ও ওলেক্স লেবানন নামে ব্যবসা পরিচালিত হবে।

এ সম্পর্কিত আরও খবর