প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে টানা দুই মাস বন্ধ থাকার পর দেশের দুই পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে।
নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময়ে লেনদেন শুরু হয়েছে।
এর ফলে অনেক জল্পনা-কল্পনার পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের নেতৃত্বে নতুন কমিশনের অধীনে পুঁজিবাজারে প্রথম লেনদেন শুরু হলো।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩১ মে) লেনদেনের প্রথম ১৫ মিনিট (অর্থাৎ পৌনে এগারোটা পর্যন্ত সময়ে) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে চার হাজার ১১ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ১২০টির। এসময় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৬৩ লাখ টাকা।
অন্যদিকে সিএসইর প্রধান ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮ টির, কমেছে ২টির অপরিবর্তিত ১০ টির কোম্পানির শেয়ারের।