উত্থানের একদিন পর পুঁজিবাজারে বড় পতন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 20:38:41

রোববার সূচক বৃদ্ধির একদিন পর দেশের পুঁজিবাজারে আবারও বড় দরপতন হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১জুন) দেশের দুই বাজারেই সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে কিছুটা বেড়েছে লেনদেন।

এর আগে রোববার (৩১ মে) প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে টানা দুই মাস বন্ধ থাকার পর পুঁজিবাজারে লেনদেন শুরুর দিন সূচকের উত্থান হয়েছে।

ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং ঔষধ ও প্রকৌশল খাতসহ প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমায় সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট কমে ৩ হাজার ৯৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে ৯২৯ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ৭০টির আর অপরিবর্তিত রয়েছে ২৩০টির। এসময় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯৭ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার টাকা। এর আগের দিন ডিএসইতে মোট লেনদেন হয়েছিলো ১৪৩ কোটি২৯ লাখ ২৬ হাজার টাকা।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান ইনডেক্স আগের কার্য দিবসের চেয়ে ৭৩ পয়েন্ট কমে ১১ হাজার ৩৪১পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭ টির, কমেছে ৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ারের। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৫কোটি ৮ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩ কোটি ৩৫ লাখ টাকা।

এ সম্পর্কিত আরও খবর