করোনায় আরও এক ব্যাংকারের মৃত্যু

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-14 06:50:44

করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গেছেন আমিরুল আজিজ নামে বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন কর্মকর্তা।

রোববার (৭ জুন) ব্যাংকটির গণসংযোগ বিভাগের কর্মকর্তা মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আজিজ ব্যাংকটির বান্দরবান জেলার আলীকদম শাখায় কর্মরত ছিলেন।

মনিরুল ইসলাম জানান, শনিবার (৬ জুন) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিরুল আজিজ মারা যান। তার স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রয়েছে।

এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই শতাধিক ব্যাংককর্মী। আর কৃষি ব্যাংকের এ কর্মকর্তা আমিরুল আজিজসহ এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন ব্যাংকার।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সোনালী ব্যাংকের কর্মীরা। প্রাণঘাতী ভাইরাসে ব্যাংকটিতে এ পর্যন্ত ১০৩ জন আক্রান্ত হয়েছেন। প্রাণ গেছে তিনজনের। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক কর্মকর্তা।

মৃতদের মধ্যে সোনালী ব্যাংকের তিনজন, রূপালী ব্যাংকের দুজন, সিটি ব্যাংকের দুজন, এনসিসি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার একজন, উত্তরা ব্যাংকের শান্তিনগর শাখার একজন, জনতা ব্যাংকের লোকাল অফিসের প্রশাসন শাখার একজন, ন্যাশনাল ব্যাংকের একজন, অগ্রণী ব্যাংকের একজন ও ডাচ-বাংলা ব্যাংকের ইমামগঞ্জ শাখার একজন। এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক।

এ সম্পর্কিত আরও খবর