সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এইদিন সূচকের পাশাপাশি বেড়েছে শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
এর আগে রোববার (৭ জুন) দেশের উভয় বাজারে সূচক বেড়েছিলো। তবে তার আগে টানা চারদিন পুঁজিবাজারে দরপতন হয়।
স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬২ পয়েন্ট দাঁড়িয়েছে।
অন্যদুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৯১৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৯পয়েন্ট দাঁড়িয়েছে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ২৫টি কোম্পানির, শেয়ার কমেছে ১৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৩৪টি কোম্পানির শেয়ার।
আর তাতে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৭১ লাখ ৬৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ১০৬ কোটি ৩২ হাজার টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৫০ পয়েন্ট দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯টি, কমেছে ১১টির আর অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ারের দাম। আর তা থেকে লেনদেন হয়েছে ৭৩ কোটি ১৮ লাখ ১৮ হাজার ২৫৬ টাকা।