দ্বিগুণ ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 14:16:45

গত বছরের তুলনায় আগামী অর্থবছরে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা দ্বিগুণ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের বাজেট উপস্থাপনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান। অর্থমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় বাজেট।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা দুর্যোগের কারণে খাদ্যশস্য উৎপাদন, আমদানি-রফতানি, সরবরাহ পরিস্থিতির উপর ঝুঁকি সৃষ্টি হয়েছে। সরকার এ বিষয়ে অত্যন্ত সজাগ এবং দেশে পর্যাপ্ত খাদ্য মওজুদ নিশ্চিত করার লক্ষ্যে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, সরকার এবার ৭.৯৮ লক্ষ মেট্রিক টন আমন ফসল সংগ্রহ করেছে। চলতি বোরো মৌসুমে ৮ লক্ষ মেট্রিক টন ধান এবং ১১.৫০ লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গতবারের তুলনায় দ্বিগুণ। এটি পূর্ণমাত্রায় সংগ্রহ করে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সকল ব্যবস্থা গ্রহণ করবে।

বাজেট অধিবেশন অর্থমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দু:স্থদের খাদ্য সহায়তা প্রদান, খাদ্য বান্ধব কর্মসূচী, খোলা বাজারে চাল বিক্রয় অব্যাহত আছে। তাছাড়া, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার খাদ্য সংরক্ষণের ধারণ ক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করছে।

এ সম্পর্কিত আরও খবর