তৈরি পোশাকসহ রফতানি খাতে কমলো উৎসে কর

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 23:25:55

দেশের তৈরি পোশাকসহ সকল রফতানি খাতের কোম্পানির গুলোর উৎসে কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (১১জুন)জাতীয় সংসদের ২০২০-২১অর্থবছরের বাজেট উৎসে কর কর্তন ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক৫ শতাংশ নির্ধারণ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি তার বাজেট বক্তৃতায় বলেন,বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি তৈরি পোশাক সহ সকল ধরনের পণ্য ও সেবা রপ্তানি কোভিড-১৯ এর কারণে বাঁধাগ্রস্ত হয়েছে।
তাই রপ্তানি খাতকে সার্বিক সহায়তা করার অংশ হিসাবে আয়কর অধ্যাদেশে উল্লেখিত উৎসে কর কমানোর প্রস্তাব করছি।
আয়কর অধ্যাদেশের তৈরি পোশাক সহ সকল ধরনের পণ্য রপ্তানির মূল্যের উপর ১শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান রয়েছে। এস আর ও জারির মাধ্যমে হার কমানো করা হয়েছে ৩০জুন পর্যন্ত।

আমি আয়কর অধ্যাদেশ অধ্যাদেশে তৈরি পোশাক সহ সকল ধরনের পণ্যের রপ্তানি মূল্যের উপর উৎসে কর কর্তনের হার ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।

তিনি আরো বলেন,বর্তমানে গ্রীন বিল্ডিংস সার্টিফিকেশন আছে এরূপ তৈরি পোশাক প্রতিষ্ঠান কর হার ১০ এবং গ্রীন বিল্ডিং সার্টিফিকেশন নেই এরকম তৈরি পোশাক খাতের করহার ১২ শতাংশ রাখার মেয়াদ আরো দুই বছর বৃদ্ধি প্রস্তাব করছি।

এ সম্পর্কিত আরও খবর