বাজেটে কর আরোপ, বাড়বে প্লেন ভাড়া

বাজেট, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 07:09:04

চার্টার্ড উড়োজাহাজ ও হেলিকপ্টার ভাড়ার উপর নতুন করে ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে প্লেন ও হেলিকপ্টারের ভাড়া বাড়বে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের বাজেটে নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, কার ও জিপের রেজিস্ট্রেশনসহ দুটি বাহনের ক্ষেত্রে বিআরটিএর প্রদত্ত অন্যান্য সার্ভিস ফি এর ওপর সম্পূরক শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি, চার্টার্ড উড়োজাহাজ ও হেলিকপ্টার ভাড়ার উপর বিদ্যমান সম্পূরক শুল্ক ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩০ শতাংশ করা, মোবাইল ফোনের সিম ও রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর সম্পূরক শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ, বিভিন্ন প্রসাধনী সামগ্রীর উপর সম্পূরক শুল্ক ৫ থেকে ১০ শতাংশ এবং সিরামিকের সিঙ্ক বেসিন ইত্যাদি উৎপাদনের পর্যায়ে ১০ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করছি।

অর্থমন্ত্রী বলেন, আসবাবপত্রের কারখানা পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ এবং বিক্রির সময় ৫ শতাংশ হারে মূসক বিদ্যমান রয়েছে। উভয় ক্ষেত্রে মূসক ৭ দশমিক ৫ শতাংশের প্রস্তাব করছি। শীততাপ নিয়ন্ত্রিত লঞ্চ সার্ভিসের ক্ষেত্রে ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০ শতাংশ করার প্রস্তাব করছি।

আরও পড়ুন: ইসির জন্য ১ হাজার ৭১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধি, বরাদ্দ ৩৪ হাজার ৪২৭ কোটি টাকা

বাজেটে ওষুধ-কৃষি যন্ত্রপাতি-পোলট্রির দাম কমছে

ব্যাংক ঋণ ৮৪ হাজার কোটি টাকা, আগের বছরের চেয়ে দ্বিগুণ

বাজেটে ওষুধ-কৃষি যন্ত্রপাতি-পোলট্রির দাম কমছে

স্বর্ণবার আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

অনলাইন কেনাকাটা, গাড়ি, দুধসহ দাম বাড়ছে যেসব পণ্যের

রেল খাতে বাজেট বাড়ল, বরাদ্দ ১৬ হাজার ৩২৬ কোটি টাকা

৩ লাখ ৫০ টাকা আয় হলেই দিতে হবে কর

স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ ৪১ হাজার ২৭ কোটি টাকা

বাজেটে বরাদ্দ বেড়েছে নৌ-পরিবহন খাতে

মোবাইলের কল চার্জ-ইন্টারনেট খরচ বাড়ছে

দাম বাড়ছে সিগারেট-তামাকজাত পণ্যের

১০ শতাংশ কর দিলেই কালোটাকা সাদা

১৭৪টি দেশে এক কোটি বিশ লাখের অধিক অভিবাসী কর্মী

ওষুধ-কৃষি যন্ত্রপাতি-চিনি-চালের দাম কমছে

সামাজিক নিরাপত্তায় ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা

বাণিজ্যের আড়ালে অর্থপাচার করলেই ৫০ শতাংশ জরিমানা

এ সম্পর্কিত আরও খবর