টিআইএনধারীদের রিটার্ন দেয়া বাধ্যতামূলক

বাজেট, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 22:15:23

ই-টিআইএনধারী প্রত্যেক ব্যক্তিকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে আইনি বাধ্যবাধকতা না থাকার কারণে টিআইএনধারীর অর্ধেকেরও কম আয়কর রিটার্ন দাখিল করে থাকেন। অনেক টিআইএনধারীর ক্ষেত্রে করযোগ্য আয় থাকা সত্ত্বেও আয়কর রিটার্ন দাখিল না করে কর পরিশোধ করে এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

তাই আমি যৌক্তিক কয়েকটি ক্ষেত্র ব্যতীত সকল টিআইএন গ্রহণকারীর জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার বিধান প্রস্তাব করছি। এর ফলে নতুন করে করদাতার সংখ্যা বাড়বে। কর ফাঁকির সুযোগ বন্ধ হবে।

নাগরিকরা যাতে সহজে আয়কর রিটার্ন দাখিল করতে পারে সেজন্য এক পৃষ্ঠার একটি নতুন আয়কর রিটার্ন ফরমের প্রস্তাব করছি।

অর্থমন্ত্রী আরো বলেন বলেন, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এবং কর প্রদানের বিষয়টিকে জনপ্রিয় করার জন্য যেসকল করদাতা প্রথমবারের মতো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন তাদেরকে ২ হাজার টাকা করে কর রেয়াত প্রদানের প্রস্তাব করছি।

আমি আশা করছি সম্মানিত করদাতাগণ কর রেয়াতের সুবিধা গ্রহণ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে উৎসাহিত হবেন যাই কর বিভাগের ডিজিটাল ট্রানসফর্মেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

আরও পড়ুন: ইসির জন্য ১ হাজার ৭১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধি, বরাদ্দ ৩৪ হাজার ৪২৭ কোটি টাকা

বাজেটে ওষুধ-কৃষি যন্ত্রপাতি-পোলট্রির দাম কমছে

ব্যাংক ঋণ ৮৪ হাজার কোটি টাকা, আগের বছরের চেয়ে দ্বিগুণ

বাজেটে ওষুধ-কৃষি যন্ত্রপাতি-পোলট্রির দাম কমছে

স্বর্ণবার আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

অনলাইন কেনাকাটা, গাড়ি, দুধসহ দাম বাড়ছে যেসব পণ্যের

রেল খাতে বাজেট বাড়ল, বরাদ্দ ১৬ হাজার ৩২৬ কোটি টাকা

৩ লাখ ৫০ টাকা আয় হলেই দিতে হবে কর

স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ ৪১ হাজার ২৭ কোটি টাকা

বাজেটে বরাদ্দ বেড়েছে নৌ-পরিবহন খাতে

মোবাইলের কল চার্জ-ইন্টারনেট খরচ বাড়ছে

দাম বাড়ছে সিগারেট-তামাকজাত পণ্যের

১০ শতাংশ কর দিলেই কালোটাকা সাদা

১৭৪টি দেশে এক কোটি বিশ লাখের অধিক অভিবাসী কর্মী

ওষুধ-কৃষি যন্ত্রপাতি-চিনি-চালের দাম কমছে

সামাজিক নিরাপত্তায় ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা

বাণিজ্যের আড়ালে অর্থপাচার করলেই ৫০ শতাংশ জরিমানা

এ সম্পর্কিত আরও খবর