আরও ১৩ করের স্তর বাড়ানোর প্রস্তাব

বাজেট, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 18:42:25

ছয় স্তরের আমদানি শুল্ক কাঠামোর পাশাপাশি রেগুলেটরি ডিউটি ৩ শতাংশ এবং আরও ১২ বিশিষ্ট সম্পূরক শুল্ক হার রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় বাজেট।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বিদ্যমান ছয় স্তরবিশিষ্ট আমদানি শুল্ক কাঠামোর সর্বোচ্চ আমদানি শুল্ক আরোপ রয়েছে এমন পণ্যের ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি তিন শতাংশ এবং ১২ স্তর বিশিষ্ট সম্পূরক শুল্ক হার (১০, ২০, ৩০, ৪৫, ৬০, ১০০, ২০০, ২৫০, ৩০০, ৩৫০ এবং ৫০০ শতাংশ) আগামী ২০২০-২১ অর্থবছরেও অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী, সার, বীজ, জীবন রক্ষাকারী ওষুধ এবং কাঁচা তুলাসহ শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি।

এ সম্পর্কিত আরও খবর