বাজেটে কিছু অসঙ্গতি থাকতে পারে: অর্থমন্ত্রী

বাজেট, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 23:11:36

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি স্বাভাবিক ও গতানুগতিক ধারার বাজেট নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে অস্বাভাবিক পথে বাজেটি তৈরি করা হয়েছে। তাতে কিছু অসঙ্গতি রয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, স্বাভাবিকভাবে বাজেট তৈরি করতে পারিনি। বাজেট তৈরি করেছি অতীতের অর্জন এবং করোনায় আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা থেকে। বিশ্বব্যাংক, আইএমএফসহ দেশি-বিদেশি অর্থনীতিবিদদের মতামতের ভিত্তিতে এই বাজেট তৈরি করা হয়েছে।

মুস্তফা কামাল বলেন, রাজস্ব আহরণের বিষয়ে সবাই প্রশ্ন করছেন। এ বিষয়ে আমার বক্তব্য হলো—জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অটোমেশনের যন্ত্রপাতি আনতে শুরু করেছিলাম। অটোমেশন করতে পারলে আমাদের কর আদায়ের টাকা রাখার জায়গা পেতাম না। এ বছর আমরা ৫ লাখ ৬৮ হাজাার কোটি টাকার যে বাজেট প্রস্তাব করছি, এটি আমরা বাস্তবায়ন করতে পারব।

তিনি বলেন, করোনার কারণে হঠাৎ করে অনেক অর্থের দরকার পড়েছে। মানুষকে খাবার, চাকরি এবং সুযোগ সুবিধা দেয়ার জন্য। সে কারণে এই বাজেট তৈরি করেছি। আগামীতে স্বাস্থ্য খাতের পরে কৃষি খাত প্রাধান্য পাবে।

এ সম্পর্কিত আরও খবর