সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ জুন) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। সূচক লেনদেন ও বেশির ভাগ শেয়ারের দাম কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ার ক্রেতার অর্ডার চেয়ে বিক্রি অর্ডার বেশি থাকায় পুঁজিবাজারে নেতিবাচক ধারা লেনদেন হয়েছে।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে তিন পয়েন্ট কমে ৯৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে দশমিক ২২ পয়েন্ট কমে ৯১৯ পয়েন্ট এবং ডিএস৩০ ২ পয়েন্ট কমে ১ হাজার ৩২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ২৪ আর অপরিবর্তিত রয়েছে ২৪৭টি কোম্পানির শেয়ারের দাম।
আর তাতে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫১ কোটি টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ৮ পয়েন্ট কমে ১১ হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ২কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ২২টির আর অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ারের দাম।