দেশি সিগারেট কোম্পানির শ্রমিকদের রক্ষার দাবিতে মানববন্ধন

বাজেট, অর্থনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম | 2023-08-26 16:15:03

শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানিগুলোর সাথে সম্পৃক্ত লাখো শ্রমিকের অস্তিত্ব রক্ষা এবং এ শিল্পকে বাঁচিয়ে রাখার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে জেলা বিড়ি-সিগারেট শ্রমিক ইউনিয়ন।

বুধবার (১৭ জনু) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমহোনী বাজারে এ মানববন্ধনে অংশ নেন দেশি বিভিন্ন সিগারেট কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিড়ি-সিগারেট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, ২০২০-২০২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানিগুলোর জন্য কোনো সুরক্ষা দেয়া হয়নি। এতে আমরা কোনোভাবেই লাভবান হব না বরং মারাত্মক ক্ষতিগ্রস্ত হব। ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে নিম্ন স্ল্যাব শুধুমাত্র দেশীয় কোম্পানির জন্য সংরক্ষিত রাখার বিষয়টি সংসদে অনুমোদিত হলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এতে করে আমরা লাখ লাখ শ্রমিক পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি।

 

এ সম্পর্কিত আরও খবর