শতভাগ দেশি সিগারেট শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন

বাজেট, অর্থনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-08-20 19:03:52

প্রস্তাবিত বাজেটে দেশীয় ব্র্যান্ডের তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর প্রতিবাদে ও শতভাগ দেশি মালিকানাধীন সিগারেট শিল্প রক্ষার দাবিতে নীলফামারীতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) নীলফামারী স্মৃতি অম্লান চত্বরে সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানিগুলোর শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধন থেকে তারা লাখো শ্রমিকের অস্তিত্ব রক্ষা আর এ শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানান।

এসময় দেশীয় বিড়ি-সিগারেট শিল্পে জড়িত শ্রমিকরা বলেন, দেশের ২৪টি শতভাগ দেশীয় মালিকানাধীন বিড়ি ও সিগারেট শিল্পকে বাঁচিয়ে রাখতে না পারলে এ শিল্পের সাথে জড়িত পাঁচ লাখ শ্রমিক-কর্মচারীর জীবিকার পথ বন্ধ হয়ে যাবে। এসব পরিবারের ৩০ লাখ মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাবে।

তামাক শিল্পকে বাঁচাতে দেশি বিড়ি-সিগারেট উৎপাদনে রিজার্ভ ও কর নির্ধারণ হার কমানোর দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মীর মাহামুদুল, সহ-সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক আকমল হোসেন।

এ সম্পর্কিত আরও খবর