ক্রেস্ট সিকিউরিটিজে ২১ হাজার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে রয়েছে। অ্যাকাউন্টে তাদের সম্পদের পরিমাণ ৮২ কোটি টাকা বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ছানাউল হক।
রোববার (২৮ জুন) অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানিয়েছেন।
কাজী ছানাউল হক বলেন, আমরা জানতে পেরেছি হাউজটিতে বিনিয়োগকারীদের পাওনা রয়েছে ৮২ কোটি টাকা। বিনিয়োগকারীদের এটা কার শেয়ার সিডিবিএল ফ্রিজ রয়েছে।
ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারীদের অনুরোধ করছি আপনারা আগামী ১৫ দিনের মধ্যে পাওনাগুলো জানান। পাওনাগুলো জানালে আমরা খুব দ্রুত পরিশোধের ব্যবস্থা করবো।
বিনিয়োগকারীদের হতাশ কিংবা আস্থা না হারানো অভয় দিয়ে তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় শতভাগ নিশ্চয়তা দিচ্ছে। আপনাদের কারও টাকা মাইর যাবেনা।
ক্রেস্ট সিকিউরিটিজের ডিলার অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। যদি বিনিয়োগকারীদের পাওনার পরিমাণ সম্পদের বেশি হয় তাহলে ডিলার একাউন্ট বিক্রি করে দিয়ে বিনিয়োগকারীদের টাকা পরিশোধ করা হবে।