ঢাকা: বাংলাদেশ কোস্ট গার্ডকে ২৪ টি উদ্ধারকারী বোট, ৪ সেট পোর্টেবল মেরিন ওয়েল পলিউশান কন্ট্রোল যন্ত্রপাতি জন্য ২১১ কোটি ৭৪ লাখ টাকা অনুদান দিল জাপান সরকার।
সোমবার (২৭ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে বিনিময় নোট এবং অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে বিনিময় নোট স্বাক্ষর এবং অনুদান চুক্তি স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি সর্ম্পক বিভাগের সচিব কাজী শফিকুল আযম। জাপান সরকারের পক্ষে বিনিময় নোট স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি ( Hiroyasu Izumi), অনুদান চুক্তি স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি হিতোশী হিরাতা (Hitoshi Hirata)।
এ সময় অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সচিব শফিকুল আযম বলেন, স্বাধীনতার পর থেকে জাপান এই ভাবেই সাহায্যে করে আসছে। তবে এই ২৪ টি বোট কোস্ট গার্ডে সংযোজনের ফলে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী উপকূলীয় এলাকাসহ অভ্যন্তরীণ নৌপথে দূর্যোগ পরবর্তী উদ্ধারের সক্ষমতা বৃদ্ধি পাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মশিউর রহমানসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাবৃন্দ।