৯ মাসের মধ্যে সর্বনিম্ন সূচক ডিএসইতে

, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-25 17:59:50

সপ্তাহের তৃতীয় দিন দেশের দুই পুঁজিবাজারে সূচকে বড় পতন হয়েছে; সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।২০১৭ সালের ২২ জুনের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক। ওইদিন ডিএসই’র সূচক ছিলো ৫৫৯৯ পয়েন্ট। আর পতনের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ মার্চ) সূচক নেমেছে ৫৬২৩ পয়েন্টে। মঙ্গলবার লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে এবং শেষ পর্যন্ত সূচক নেতিবাচক রেখেই লেনদেন শেষ হয়। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৬২৩ পয়েন্টে অবস্থান করছে। মঙ্গলবার সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে টানা তিন কার্যদিবস সূচক পতন হলো। এতে কেবল ডিএসইতে সূচক কমেছে ২০৪ পয়েন্ট। তবে তার আগের কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছিলো। ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে ৮ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ৩০১ সিকিউরিটিজের হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ২৮২ কোটি ৩১ লাখ ৯৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৯৮ কোটি ২৪ লাখ ৮১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৩৬ কোটি ৭৩ লাখ ৮১ হাজার টাকার। ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮১ দশমিক ৯২ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২১ দশমিক ৯০ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১৮টির, কমেছে ২৯১ এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। এদিনে দরপতনের প্রতিবাদে দুপুর পৌনে ২টার দিকে ডিএসই’র সামনে রাস্তায় নেমেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। এসময় তারা দরপতন ঠেকাতে ও বাজারের তারল্য সংকট দূর করতে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। সূচক পতনের ধারা অব্যাহত ছিল সিএসইতেও। এদিকে মঙ্গলবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি ৯৮ লাখ টাকা কমে ২৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে থাকা ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১৯৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৬টির দর। দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২৬১ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৮৫ পয়েন্টে অবস্থান করছে।

এ সম্পর্কিত আরও খবর