শিক্ষামন্ত্রীকে অভিযোগের পরদিনই দুই প্রধান শিক্ষককে বদলি

, শিক্ষা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-01-21 21:43:32

একদিন আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে মতবিনিময় সভায় অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের ঘুরেফিরে এক কর্মস্থলে থেকে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাংবাদিকেরা। এর মাধ্যমে ওই শিক্ষকেরা নানা অনিয়মে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ তোলা হয় সভায়।

এর একদিনের মাথায় রোববার (২১ জানুয়ারি) চট্টগ্রামের দুই প্রধান শিক্ষককে বদলির আদেশ এসেছে।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার ও চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এফ এম ইউনুছকে বদলি করা হয়েছে।


তাদের মধ্যে শাহেদা আক্তারকে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়েছে। তার জায়গায় ও এফ এম ইউনুছকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এক সময় এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বেও ছিলেন। তবে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এখন পর্যন্ত কাউকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়নি। তাদের মধ্যে শাহেদা আক্তার বহু বছর ধরে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন।

রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দূর্গা রানী সিকদারের সই করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বদলির আদেশ পাওয়া শিক্ষকেরা ২৪ জানুয়ারির মধ্যে বিমুক্ত হবেন বলে জানানো হয়। অন্যথায় ওই দিন অপরাহ্ণ থেকে তাৎক্ষণিক বিমুক্ত বলে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়।

সাংবাদিকদের অভিযোগের পরেই কি দুই প্রধান শিক্ষককে বদলি করা হয়েছে, নাকি এই সিদ্ধান্ত পূর্ণ নির্ধারিত ছিল সেটি অবশ্য নিশ্চিত করা যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, সাংবাদিকদের অভিযোগের পরই মূলত দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে কর্মরত প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দফায় দুজনকে বদলি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর