চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এইচএসসি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় অংশ নেয়নি এক হাজার ২৪ জন পরীক্ষার্থী। এ পরীক্ষায় ১১৫টি কেন্দ্রে মোট ৯৪ হাজার ৬২১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৯৩ হাজার ৫৯৭ জন।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরের দিকে বার্তা২৪.কম-কে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান।
তিনি জানান, চট্টগ্রামে ৬৯ কেন্দ্রে ৬৯ হাজার ২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৬৮ হাজার ৩২৬ জন। অনুপস্থিত ছিল ৬৭৬ জন। কক্সবাজার জেলায় ১৮টি কেন্দ্রে ১১ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১১ হাজার ৪৯০ জন, অনুপস্থিত ১৫৫ জন।
এছাড়াও পার্তব্য জেলা রাঙামাটি জেলায় ১০টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৮০১ জনের মধ্যে অংশ নিয়েছে ৪ হাজার ৭৪১ জন, অনুপস্থিত ৬০ জন। খাগড়াছড়ি জেলায় ১০টি কেন্দ্রে ৫ হাজার ৭৩২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৫ হাজার ৬৭৬ জন এবং অনুপস্থিত ৫৬ জন। বান্দরবান জেলায় ৮টি পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ৪৪১ জনের মধ্যে অংশ নিয়েছে ৩ হাজার ৩৬৪ জন এবং অনুপস্থিত ৭৭ জন।
পরীক্ষায় অসুদপায় অবলম্বন করায় ও কক্সবাজারের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান।