এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এতথ্য জানান।
এর আগে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে এইচএসসি ও সমমান পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়। এরপর গত ৫ আগস্ট সরকার পতনের পর গত ৭ আগস্ট আবারও চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
উল্লেখ্য, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, সিলেট বিভাগের আওতাধীন মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পরে শুরু হয়।