ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন ঢাবির দুই অধ্যাপক

, শিক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-12 14:27:22

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন ঢাবির দুই অধ্যাপক

নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী চার বছর পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে। তবে সরকার প্রয়োজনে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। কমিশনের সদস্য হিসেবে তারা প্রচলিত বিধি অনুযায়ী সুবিধাদি পাবেন।

তাদের যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর করা হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর

right arrow