জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রোববার (২৭ অক্টোবর) ঢাকা সিটি কলেজ ছাত্র কাউন্সিল আয়োজিত নবীন বরণ ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন|
তিনি বলেন, ‘অভিভাবকরা তাদের সন্তানদের অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান, যাতে তারা লেখাপড়ার পাশাপাশি অন্যান্য মানবিক গুণাবলী অর্জন করতে পারে| তাই লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে মানবিক গুণ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’
প্রতিমন্ত্রী এ সময় নিজেকে শিক্ষিত ও দক্ষ হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান|
তিনি আরো বলেন, ‘মানুষের জীবনে আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷ এ আবেগের কারণেই মানুষের শিল্পীসত্ত্বার প্রকাশ ঘটে| কিন্তু অনিয়ন্ত্রিত আবেগ মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করে তোলে। ছাত্রছাত্রীরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে জীবনে অনেক বড় ভুল করে ফেলে, যা তাদের ভবিষ্যৎ জীবন নষ্ট করে দিতে পারে। তাই এ বয়সে আবেগ নিয়ন্ত্রণ করে সঠিক লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে|’
‘আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি| আমাদের সামনে তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে| সে সম্ভাবনাগুলো কাজে লাগানোর জন্য আমাদের একটি সুশিক্ষিত জাতি গড়ে তুলতে হবে| প্রতিমন্ত্রী এ সময় আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে,’ যোগ করেন প্রতিমন্ত্রী।
ঢাকা সিটি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ মোদাচ্ছের আলীর সভাপতিত্বে গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান খান, প্রতিমন্ত্রীর স্ত্রী সৈয়দা মোনালিসা হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন|
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা সিটি কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন ও অর্থ) অধ্যাপক মো. আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ (শিক্ষা) অধ্যাপক বেদার উদ্দিন আহমেদ ও ছাত্র কাউন্সিলের তত্ত্বাবধায়ক অধ্যাপক ইয়াসমিন| স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মশিউর রহমান|