আবারও সংলাপের আহ্বান জানাবো: মান্না

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 05:03:55

সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবারও সংলাপের আহ্বান জানাবেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘সরকারের কাছে আবারও সংলাপের আহ্বান জানাবো। আসলেই যে সংবিধান মোতাবেক সবকিছু করেই, একটা গ্রহণযোগ্য নির্বাচন করা যায় সেটা ব্যাখ্যা করব।’

শনিবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 'নির্বাচন ভাবনা এবং জাতীয় প্রত্যাশা' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার যদি আর সময় দিতে না পারে, যদি মনে করে ওরা (জাতীয় ঐক্যফ্রন্ট) যে প্রস্তাব দেবে, সেটা জনগণ জানলে সরকারের অসুবিধা হবে, তাহলে স্পষ্ট করুক কোনো পদ্ধতিতে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মান্না বলেন, ‘এই দাবি নিয়ে জনগনের কাছে যাব। এই সরকার মিথ্যাচার করছে। গণভবনের ভেতরে খাওয়া-দাওয়ার ছবি গণমাধ্যমে প্রকাশ করে মিথ্যাচার করছে।’

‘গণভবনে সংলাপ করেছি। সেখানে কোনো সাংবাদিক ছিল না, ছবি বাইরে গেল কী করে? ঐ ছবি তো বাইরে যাবার কথা না। ওদের মতলবই খারাপ। এটা একটা মতলবি সরকার।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে মান্না বলেন, ‘পুলিশের গুলির ভয়ে ঘরে লুকিয়ে থাকবো, এটা ভাবলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভুল করবেন। আমরা ঘরের কোণে লুকিয়ে থাকার লোক না। যে আন্দোলনই করবো, এমন কায়দায় আন্দোলন করবো আপনার গদি টিকবে না।’

'আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। যদি জোর করেন, কাদায় পড়ে যেমন যত জোর করা হয় ততই দেবে যায়, এ রকম করে কাঁদায় দেবে যাবেন।'

নাগরিক ঐক্যের আহ্বায়ক জানান, ৬ নভেম্বর সোহরাওয়ার্দীতে, ৯ নভেম্বর রাজশাহীতে জনসভা করবেন। তিনি বলেন, ‘দুই পথে অগ্রসর হচ্ছি। এটা করতে করতে যদি নির্বাচনে তফসিল ঘোষিত হয়ে যায়, মানুষের মধ্যে নির্বাচনের বাতাস আসে, শেখ হাসিনার জেনে রাখা উচিত, নির্বাচনকে আমরা লড়াই হিসেবে গ্রহণ করেছি।’

একদিকে রাজপথের লড়াই আরেকদিকে সুষ্ঠু নির্বাচনে লড়াই দুই পথেই ঐক্যফ্রন্ট অগ্রসর হচ্ছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর