সাতক্ষীরা-৪ আসনে প্রার্থী হচ্ছেন এরশাদ

বিবিধ, নির্বাচন

সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট | 2023-08-31 18:08:11

সাতক্ষীরা-৪ আসন থেকে প্রার্থী হচ্ছেন হুসেইন মুহম্মদ এরশাদ। সন্ধ্যায় বার্তা২৪.কমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এরশাদ বলেছেন, আমি আগে থেকেই রংপুর-৩ (সদর), ঢাকা-১৭ (ক্যান্টনমেন্ট, বনানী, গুনশান ও ভাষানটেক) আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। এখন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।

হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ১৯৯১ সালের নির্বাচনে জেল থেকে রংপুরের ৫টি আসনে নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালেও রংপুরের ৫টি আসন থেকে নির্বাচিত হন। ২০০১ সালে আইনগত সীমাবদ্ধতার কারণে ৩টি আসনে প্রার্থী হন।

২০০৮ সালে নির্বাচনে জোটগতভাবে রংপুর-৩ ও ঢাকা-১৭ থেকে নির্বাচিত হন। পরে ঢাকা-১৭ আসন রেখে রংপুর আসন ছেড়ে দিলে উপ-নির্বাচনে রওশন এরশাদ বিজয়ী হন রংপুর-৩ (সদর) আসন থেকে। এরশাদ নিজে বিভিন্ন সমাবেশে গর্বের সহিত উল্লেখ করেন। তিনি ছাড়া বিশ্বের আর কোথাও কোনো নেতা জেল থেকে ৫টি আসনে বিজয়ী হতে পারেনি, এটা রেকর্ড।

এরশাদ মনে করেন তিনি সবচেয়ে জনপ্রিয় নেতা। দেশের যে কোনো আসন থেকে নির্বাচিত হতে পারবেন। যা আর কারো পক্ষে সম্ভব নয়।

সাতক্ষীরা-৪ আসনে ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এইচএম গোলাম রেজা বিজয়ী হন।

এ সম্পর্কিত আরও খবর