কিশোরগঞ্জ-৪: তৌফিকে ঐক্যবদ্ধ আ.লীগ, দ্বন্দ্বে বিএনপি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 00:40:44

‘জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে মজবুত ও ঐক্যবদ্ধ অবস্থায় আছে হাওরাঞ্চলীয় ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা অধ্যুষিত কিশোরগঞ্জ-৪ আসনে। একক ও ঐক্যের প্রার্থী প্রকৌশলী রেজওয়ান আহাম্মেদ তৌফিক সাংগঠনিক যোগ্যতা ও নেতৃত্বের দক্ষতায় পুরো দলকে সঙ্গে নিয়ে তৃণমূলের সর্বত্র শক্তিশালী জনসমর্থন গড়ে তুলেছেন। তুলনায় বিএনপি দ্বন্দ্ব ও সংঘাতে জর্জরিত।’

আসন্ন নির্বাচনের হাল-হকিকত সম্পর্কে বলতে গিয়ে বার্তা২৪.কমকে জানান বেসরকারি স্কুল শিক্ষিকা সাবেরি আলম। তিনি বলেন, ‘তার পিতা বর্তমান রাষ্ট্রপতি এ আসনের সাত বারের এমপি। পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রকৌশলী তৌফিক একাধিকবার নির্বাচিত হয়ে উন্নয়ন ও সংগঠন গড়ার মাধ্যমে এলাকার প্রতিটি বাড়ি-মহল্লা চষে বেড়িয়েছেন। নিজের হাতে তিনি নতুন প্রজন্মকে আওয়ামী রাজনীতিতে সংযুক্ত করে পিতার রক্ত ও রাজনীতির যোগ্য উত্তরাধিকার হিসেবে মানুষের সঙ্গে মিশে আছেন। কিশোরগঞ্জ-৪ আসনে নৌকার মাঝি হিসাবে তার কোনো বিকল্প নেই।’

‘সততা, পরিশ্রম ও নীতিই হলো- প্রকৌশলী তৌফিকের প্রধান শক্তি। এলাকার প্রতিটি উন্নয়ন কাজে নিজে তদারকি করে তিনি অন্যায়, অপচয় ও দুর্নীতি প্রতিরোধের চেষ্টা করেছেন। বিনয়, ভদ্রতা ও সৌজন্যের মাধ্যমে তিনি সর্বস্তরের মানুষকে আপন করে নিয়েছেন।’ বললেন অষ্টগ্রামের আবদুল্লাহপুরের ব্যবসায়ী ইন্নাস আলী। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পুত্র বলে নয়, এলাকার সন্তান ও জননেতা হিসাবে সকল মানুষের জন্য তার দরজা খোলা। বাংলাদেশের আর কোনো সংসদ সদস্য এতো বেশি দিন ও সময় এলাকায় থাকে বলেও আমার মনে হয় না। বিপদে-আপদে মানুষ তাকে সব সময়ই হাতের কাছে পায়।’

সাধারণ মানুষের মতো আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত সকলেই এক বাক্যে স্বীকার করেন, এলাকার জন্য কঠোর পরিশ্রমের ফল প্রকৌশলী তৌফিক পেয়েছেন। তাকে ছাড়া আর কাউকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রার্থী হিসাবে কল্পনাও করে না। তিনি শক্তিশালী সংগঠন ও দৃঢ় জনভিত্তির মাধ্যমে কিশোরগঞ্জ-৪ আসনে বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একজন বিশ্বস্ত, জনপ্রিয় ও অবিচল রাজনৈতিক যোদ্ধা।

‘অবহেলিত হাওরাঞ্চলে যুগান্তকারী উন্নয়ন ও অগ্রগতি সাধনের মাধ্যমে প্রকৌশলী রেজওয়ান আহাম্মেদ তৌফিক দল ও জনমনে আশার মশাল হয়ে জ্বলজ্বল করছেন। বৃহত্তর হাওরকে শিক্ষা, প্রযুক্তি, কর্মসংস্থান ও উন্নয়নের পথে চালিত করে আগামীর সমৃদ্ধ ভবিষ্যতে দিকে নিয়ে যাওয়ার কাণ্ডারী তিনি। হাওর ও হাওরবাসীর ভাগ্যোন্নয়নের জন্য তার যোগ্য রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি’- জানান স্থানীয় সমাজসেবক ধ্রুব নারায়ণ রায় চৌধুরী।

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের একক ও শক্তিশালী প্রার্থী প্রকৌশলী রেজওয়ান আহাম্মেদ তৌফিকের প্রধান প্রতিপক্ষ হবে বিএনপি। কিন্তু সাংগঠনিকভাবে দলটি দ্বন্দ্ব-সংঘাতে আকীর্ণ। বিএনপি নির্বাচনে প্রার্থী নির্ধারণেও ঐক্যবদ্ধ নয়। দলীয় সূত্রে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান ও তরুণ উদীয়মান নেতা সৈয়দ অসীমের নাম উচ্চারিত হচ্ছে। একদা ছাত্রলীগ, বাকশাল, কৃষক জনতা লীগ হয়ে বিএনপিতে আসা প্রবীণ ফজলুর রহমান মূলত ঢাকাতেই থাকেন এবং এলাকার সঙ্গে ক্ষীণ যোগাযোগ রক্ষা করছেন। তদুপরি বিভিন্ন সময়ে দলবদলের কারণে আস্থা ও ইমেজ সঙ্কটের একটি সমস্যাও তাকে ঘিরে রয়েছে। তুলনায় বিএনপির নবীন নেতা সৈয়দ অসীম জনসংযোগ ও দলের নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্কের নিরিখে বেশ এগিয়ে।

বিএনপির সমর্থক আলী নিয়ামত খানপাঠান বার্তা২৪.কমকে বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে সংগঠন ও প্রার্থী ঠিক করে রেখেছে, বিএনপি তা পারেনি। ইটনা বিএনপির সেক্রেটারি স্বপন ঠাকুরসহ তরুণ নেতারা আন্দোলন-সংগ্রাম করে সংগঠন ধরে রেখেছেন। কিন্তু কেন্দ্র ও জেলা এ আসনের ব্যাপারে মনোযোগী নয়। যারা বিএনপি থেকে এমপি নির্বাচন করতে চান, তারাও সক্রিয় নন। নমিনেশন পেলে তারা মাঠে নামবেন বলে অপেক্ষা করছেন। এমন অবস্থায় আওয়ামী লীগের তৈরি মাঠে তারা বিশেষ সুবিধা করতে পারবেন না।’

মিঠামইনের বিএনপি কর্মী আব্বাস মৃধা বলেন, ‘নমিনেশন নিয়ে এসে কয়েকটি ভাষণ-বক্তৃতা দিয়ে মানুষকে উত্তেজিত করে কাছে টানার দিন শেষ। আবেগ, উচ্ছ্বাস বা হঠকারিতা নয়, মানুষ এখন সচেতন বিধায় জেনে-বুঝে ভোট দেন। ফলে বিএনপির উচিত প্রার্থী চাপিয়ে না দিয়ে তৃণমূলের মতামতের ভিত্তিতে এই আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া।’

স্থানীয় বিএনপির একাধিক সূত্র মনে করে, কেন্দ্রে ফজলুর রহমান শক্তিশালী হলেও এলাকায় সৈয়দ অসীম জনপ্রিয় ও জনসম্পৃক্ত। বার বার দলবদল করায় এবং এই আসনের নির্বাচনে একাধিক বার পরাজিত ফজলুর রহমানের চেয়ে তরুণ ও জনপ্রিয় সৈয়দ অসীমের গ্রহণযোগ্যতা ও সম্ভাবনা বেশি। সূত্র জানায়, কিশোরগঞ্জের প্রায় ৪০% এলাকা নিয়ে গঠিত এই আসনের ইটনার এক প্রান্তে ফজলুর রহমানের বাড়ি ও সমর্থন। সৈয়দ অসীমের সমর্থনে রয়েছে মিটামন ও অষ্টগ্রাম উপজেলা। এসব বিবেচনাও মনোনয়নের সময় সামনে রাখতে হবে।

বিএনপির প্রার্থী যেই হোক, তাকে লড়তে হবে দলীয় দ্বন্দ্ব ও অনৈক্য সামান দিয়ে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী প্রকৌশলী রেজওয়ান আহাম্মেদ তৌফিকের বিরুদ্ধে। তদুপরি এই আসনে বিএনপির জয়ের রেকর্ড নেই বললেই চলে। আওয়ামী লীগের ঐতিহ্যগত এই আসনে সে কারণেই জনপ্রিয় প্রার্থী প্রকৌশলী তৌফিককে রাজনীতির ময়দানে আর ভোটের মাঠে টেক্কা দেওয়া বিএনপির পক্ষে খুব সহজ বিষয় হবে না।

এ সম্পর্কিত আরও খবর