দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অর্থমন্ত্রী মুহিত

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 11:07:39

রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথা জানালেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শুক্রবার ( ৯ নভেম্বর) বিকেলে ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তার পক্ষে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন ছেলে সাহেদ মুহিত।

এ সময় কার্যালয়ের নিচতলায় ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুহিত।

এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে তার কক্ষে বার্তা২৪.কমের সঙ্গে বিশেষ সাক্ষাতকারে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘রুটিন কাজ আর আমার দ্বারা সম্ভব হবে না। প্রধানমন্ত্রী আমার অবসরে যাওয়ার প্রস্তাবে রাজি হয়েছেন। তবে তিনি জানিয়েছেন অন্য কোনো কাজ দেবেন আমাকে। এমনকি আমাকে নির্বাচনের কাজ করতে হতে পারে। এজন্য আমি নির্বাচনী প্রচারণায় থাকছি।’

সেদিন তিনি আরও বলেন, ‘আসলে ডামি মনোনয়ন জমা দেবো আমি। এটা প্রত্যেকবারই হয়। কোনো প্রার্থী সমস্যায় পড়লে আরেকজন থাকেন। আমি গতবার যখন মনোনয়ন জমা দিয়েছিলাম তখনও দলের পক্ষ থেকে আরেকজন ডামি মনোনয়ন দিয়েছিলেন। এটা দলের প্রয়োজনে করা হয়।’

এ সম্পর্কিত আরও খবর