১৪ দলীয় জোট থেকে নির্বাচন করবে জেপি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 16:55:49

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে জাতীয় পার্টি (জেপি)।

শুক্রবার (৯ নভেম্বর) সকালে দলটির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়ে এ তথ্য জানানো। এর আগে গত দশম জাতীয় সংসদ নির্বাচনেও ১৪ দলীয় জোট থেকে নির্বাচন করে (জেপি)।

ইসির কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী জোটবদ্ধ প্রধান দলের মনোনীত ব্যক্তির স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ইসিকে জানাতে হবে। 

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসির জনসংযোগ শাখার পরিচালক (যুগ্ম সচিব) এস এম আসাদুজ্জামান জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে ১১ নভেম্বরের মধ্যে জানাতে হবে।

শনিবার (১০ নভেম্বর) তিনি বলেন, ‘এই সময় আর বাড়ানোর সুযোগ নেই। গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী আর সময় বাড়ানোর সুযোগ নেই।’

আগামী ২৩ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

এ সম্পর্কিত আরও খবর