মনোনয়নপত্র বিতরণে জনদুর্ভোগে আ'লীগের দুঃখ প্রকাশ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 16:50:44

 

দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়াকে কেন্দ্র করে রাজধানীতে জনদুর্ভোগের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সোমবার (১২নভেম্বর) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনে ফরম বিতরণের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

হানিফ বলেন, ‘দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়াকে কেন্দ্র করে জনদুর্ভোগের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘মনোনয়ন ফরম বিক্রি শেষ হল। তবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত জমা দেওয়া যাবে। সংসদীয় মনোনয়ন বোর্ডের বাছাইয়ের মাধ্যমে প্রার্থীতালিকা চূড়ান্ত করা হবে। ধানমন্ডি কার্যালয়েই হবে।’

‘একদিনেই এই প্রক্রিয়া শেষ হবে এমনটি বলা যাচ্ছে না। এতে সময় লাগবে। এছাড়া আওয়ামী লীগ একা নয়, জোট, মহাজোট রয়েছে।’

আওয়ামী লীগ বিশ্বাস করে সুষ্ঠ নির্বাচন হবে মন্তব্য করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান। সকল দলের অংশগ্রহণে নির্বাচন চান।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ড. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর