জোটগতভাবে নির্বাচনে আসা অসম্ভব নয়- মাহি বি চৌধুরী

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 04:25:28

যুক্তফ্রন্ট একাদশ সংসদ নিবাচনে ‌আসছে জানিয়ে ফ্রন্টের প্রধান শরিক দল বিকল্পধারার জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব মাহি বি চৌধুরী বলেন, ‘জোটগত নির্বাচনে আসা অসম্ভব নয়।’

মঙ্গলবার (১৩ নভেম্বর) ধানমণ্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কাযালয়ে বিকল্পধারার মহাসচিব মেজর আব্দুল মান্নানের নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে যু্ক্তফ্রন্টের বৈঠক হয়।

বৈঠক শেষে মাহি বি চৌধুরী বলেন, ‘বাংলা‌দেশবি‌রোধী যে শ‌ক্তি বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ষড়যন্ত্র ক‌রছে, সেই  সমস্ত বিরোধী শ‌ক্তির বিরু‌দ্ধে দেশ প্রে‌মিকদের একসা‌থে ক‌রে এক‌টি সুন্দর, অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে করা যায় সেসব বিষয় নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে।’

তিনি বলন, ‘যুক্তফ্র‌ন্টের পক্ষ থে‌কে বি‌কালে প্রে‌সি‌ডিয়াম বৈঠক আছে, তারপ‌রে ১৪ দ‌লের সা‌থে এক‌টি আনুষ্ঠা‌নিক আলোচনা করা যায় কিনা?’ আশা কর‌ছি কিছু দি‌নের ম‌ধ্যেই আনুষ্ঠা‌নিক আলোচনা হয়‌তো শুরু হ‌বে।'

জোটবদ্ধভা‌বে নির্বাচন কর‌বেন কিনা এমন প্র‌শ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, ‘এই  সমস্ত বিষ‌য়ে আনুষ্ঠা‌নিক আলোচনা যা‌তে শুরু হয়, তার প্র‌ক্রিয়া আজ‌কে থে‌কে শুরু হলো।’

‌কিছু‌দিন বিএন‌পি ও ঐক্যফ্র‌ন্টের সা‌থে ছি‌লেন, আওয়ামী লীগ বি‌রোধীও ছি‌লেন, কী কার‌ণে ১৪ দ‌লের সা‌থে যুক্ত হ‌চ্ছেন সাংবা‌দিক‌দের এমন প্র‌শ্নের জবা‌বে মা‌হি ব‌লেন, ‘বিকল্পধারা জ‌ন্মের পর থে‌কে আ‌ওয়ামী লী‌গের বিরু‌দ্ধেও রাজনী‌তি ক‌রে‌নি, বিএন‌পি’র বিরু‌দ্ধেও নয়। বাংলা‌দে‌শের প‌ক্ষে রাজনী‌তি ক‌রেছে। বিএন‌পির সা‌থে একসা‌থে ব‌সেছিলাম, আলোচনা ক‌রে‌ছিলাম।’

'আশা ক‌রে‌ছিলাম জিয়াউর রহমা‌নের দল হি‌সে‌বে তারা জামায়াত‌কে ছু‌ড়ে ফে‌লে দি‌তে পার‌বে। জামায়া‌তের সাথে যে আত্মার সস্পর্ক তৈ‌রি হ‌য়ে‌ছে, সেখান থে‌কে বে‌রি‌য়ে আসতে পারেনি। সেটা তা‌দের জন্য দুঃখজনক।'

এ সম্পর্কিত আরও খবর