নির্বাচনী ইশতেহারে নিরাপদ পানি নিশ্চিতের দাবি ওয়াশ সংস্থাগুলোর

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 19:44:14

রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে পানির নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা ও প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে এ খাতের বেসরকারি বিভিন্ন নেটওয়ার্ক ও সংস্থাগুলো।

মঙ্গলবার(১৩ নভেম্বর) গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায় ওয়াটারএইড, ইউনিসেফ, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, ওয়াটার.অরগ্, এফএসএম নেটওয়ার্ক, ফানসা, ডব্লিউএসএসসি,বি, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল এবং ওয়াশ অ্যালায়েন্স ।দাবিতে উল্লেখ করা হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রণয়ন করা রাজনৈতিক ইশতেহারে  সকল নাগরিকের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) অন্তর্ভূক্তি নিশ্চিত করার।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- কিশোরী ও প্রজননক্ষম নারীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানিট্যারী ন্যাপকিন এবং ন্যাপকিন তৈরীতে ব্যবহৃত কাঁচামালের উপর বিদ্যমান সকল ধরনের শুল্ক ও কর মওকুফ করা। দুর্গম ও পিছিয়ে পড়া গ্রামীণ এলাকা এবং শহরের বস্তি ও নিম্নআয়ের  সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ সকলের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) বিষয়ক অন্তর্ভূক্তিমূলক সেবা নিশ্চিত করতে ওয়াশ খাতে অর্থায়ন বৃদ্ধির পাশাপাশি শহর ও গ্রামের মধ্যে বিনিয়োগের ন্যায্যতা নিশ্চিতকরা।

সংশ্লিষ্ট সংস্থাগুলোর আশা  নির্বাচনী ইশতেহারে এ সুপারিশগুলো অর্ন্তভুক্ত করা হলে বিশুদ্ধ এবং নিরাপদ পানির ব্যবহার নিশ্চিতকরণে জোরালো ভূমিকা রাখবে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক খাতের অগ্রগতির ধারাকে চলমান রাখবে।

এ সম্পর্কিত আরও খবর