নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সিইসির

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 09:02:48

সহকারি রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বুধবার (১১ নভেম্বর) সকালে ইসি ভবনে এক কর্মশালা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন উপলক্ষে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারি রিটার্নিং কর্মকর্তাদের জন্য কর্মশালা আয়োজন করা হয়।

আইনের মাধ্যমে প্রার্থীরা কি ধরণের সুযোগ-সুবিধা পাবেন, তা তাদের বুঝাতে হবে। তাদের সহযোগিতা নিয়েই নির্বাচন পরিচালনা করতে হবে। অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে।

কেউ যেন আচরণবিধি অমান্য না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেন তিনি।

সহকারি রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, নির্বাচন পরিচালনার কেন্দ্রে আপনারা অবস্থান করবেন, তাই আপনাদের দায়িত্ব অনেক বেশি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আপনাদের।

সিইসি আরও বলেন, নির্বাচনের পরিবেশ যেনো সুষ্ঠু রাখা হয়।। কেন্দ্র বুথ নিয়ে যেনো কোন অভিযোগ না থাকে তার উপর গুরুত্বারোপ করতে হবে।

একই অনুষ্ঠানে ইসির সচিব হেলালুদ্দিন বলেন, ব্যানার পোস্টার সরানোর জন্য আরও তিন দিন সময় বাড়ানো হয়েছে। পরে এ নির্দিষ্ট সময়ের মধ্যে সরানো না হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর