নয়াপল্টনের ঘটনা পুলিশের কাছে জানতে চাইবে ইসি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 23:13:46

নয়াপল্টনের ঘটনা আচরণবিধির লঙ্ঘন নয়, নির্বাচন কমিশন (ইসি) পুলিশ বিভাগের কাছে এ বিষয়ে জানতে চাইবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ।

বুধবার (১৪ নভেম্বর) নির্বাচন ভবনে ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘পল্টনের বিষয়টা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ঘটনার জন্য ওনারা (কমিশন) দু:খ পেয়েছেন। যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে তারা আশা প্রকাশ করেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখবেন। আসলে ওখানে বিষয়টা কী হয়েছে এটা পুলিশ বিভাগ থেকে জানতে চাওয়া হবে।’

এই ঘটনার বিচার চাওয়া আওয়ামী লীগকে কী বলেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদেরও বলেছেন বিষয়টা ক্ষতিয়ে দেখবেন। তারপর ওনারা ব্যবস্থা গ্রহণ করবেন।’

এমন ঘটনার পর নির্বাচন কমিশন আরও জোরালো পদক্ষেপ নেবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যখন তফসিল ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের উপর সকল আইনশৃঙ্খলা বাহিনীসহ জনপ্রশাসন নির্বাচন কমিশনের উপর ন্যাস্ত হয়। কমিশন যেভাবে তাদের নির্দেশনা দেবে আইনশৃঙ্খলা বাহিনী সেভাবে কাজ করবে।’

তিনি বলেন, ‘সকল জোটগুলোতে খেয়াল করেছি মনোনয়নপত্র গ্রহণ, মনোনয়নপত্র বিতরণ ও জমা প্রদান উৎসবমুখর ভাবে চলছে। এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা যেন না হয় সে ব্যাপারে খেয়াল রাখবে কমিশন।’

নির্বাচন পেছানোর দাবির বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের তারিখ পেছানোর কথা বলেছেন। নির্বাচন কমিশন বলেছেন, জানুয়ারিতে অনেক বিষয় আছ। প্রথম হলো ৩০ তারিখ নির্বাচন হলে এখানে অনেকগুলো রি-ইলেকসন করতে পারে, গেজেটের ব্যপার আছে, বিশ্ব ইজতেমার ব্যপার আছে। যব কিছু মিলিয়ে জানুয়ারিতে করা হলে নির্বাচনটা আমাদের জন্য অনেক কষ্ট দায়ক হয়ে যাবে।’

এ সম্পর্কিত আরও খবর