প্রচার সামগ্রী সরাতে সময় বাড়ল আরও তিনদিন

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-04 08:11:48

মার্কেট, রাস্তাঘাট, যানবাহন, বিভিন্ন সরকারি- বেসরকারি স্থাপনাসহ বিভিন্ন জায়গায় যাদের নামে  পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুনসহ প্রচার সামগ্রী রয়েছে, তাদেরকে এসব তুলে ফেলতে আরও তিনদিন সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবারের (১৪ নভেম্বর) মধ্যে নিজ খরচে এসব তুলে ফেলার নির্দেশনা ছিল। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই সময় ইসি আরও তিনদিন বাড়িয়েছে কমিশন। আগামী ১৭ নভেম্বর শনিবারের মধ্যে প্রচার সামগ্রী তুলে ফেলতে হবে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, যেসব ব্যক্তি বা যৌথ মালিকানাধীন ভবন, প্রতিষ্ঠান, মার্কেট, যানবাহন ও স্থাপনায় প্রচার সামগ্রী রয়েছে সংশ্লিষ্ট মালিককে সেসব প্রচার সামগ্রী স্ব স্ব উদ্যেগ ও নিজ খরচে অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এগুলো অপসারণ না করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

এরআগে ০৯ নভেম্বর শুক্রবার ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৪ নভেম্বর বুধবার রাত ১২টার মধ্যে পোস্টার, ব্যানারসহ সব ধরণের প্রচারণা সামগ্রী সরানোর জন্য নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।

এ সম্পর্কিত আরও খবর