বিএনপি নির্বাচনে নাও আসতে পারে- এরশাদ

বিবিধ, নির্বাচন

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 17:42:47

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে সংগঠিত বিশৃঙ্খলায় ইঙ্গিত পাওয়া যায়, বিএনপি নির্বাচনে নাও আসতে পারে।’

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে এলে ভালোই হবে। আর বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি তিনশো আসনেই নির্বাচন করবে।’

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর বনানী কার্যালয়ে এক অনির্ধারিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। জাপার চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

এরশাদ বলেন, ‘জোটের ব্যাপারে এখনো আলোচনা হয়নি, বিএনপি নির্বাচনে এলে জোটবদ্ধ হয়েই নির্বাচন করবো। আশা করছি, জোটবদ্ধ হলেও, প্রত্যাশা অনুযায়ী সম্মানজনক আসন পাবো।’

আগামী ১৭ ও ১৮ নভেম্বর জাপার পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থীতা চুড়ান্ত করা হবে বলে জানান এরশাদ। তিনি বলেন, ‘গত চার দিনে প্রায় আড়াই হাজার মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজও অনেক মনোনয়নপত্র বিক্রি হবে। এটা জাতীয় পার্টির জন্য খুবই ইতিবাচক দিক।’

এ সময় উপস্থিত ছিলেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য, শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান জাহাঙ্গীর, নুরুল ইসলাম নুরু প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর