ইইউ ও কমনওয়েলথ থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর আহবান বি. চৌধুরীর

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 23:38:13

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কমনওয়েলথ থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর আহবান জানিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেকের মাধ্যমে এ আহবান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচন আর না পেছাতে ইসির প্রতি আহ্বান জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশে এখন নির্বাচনের উৎসব চলছে, তাই এই উৎসবের পরিবেশ নষ্ট করা যাবে না।

তিনি বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে তারা এখন সরকারের কাছে দায়ী নন। কমিশন একশত ভাগ স্বাধীন।

বিএনপি অফিসের সামনে বুধবারের সহিংসতার কথা উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, এটা পরিকল্পিত বা দুর্ঘটনা কিনা তাতে সন্দেহ আছে। কেন সরকারি গাড়িতে আগুন দেওয়া হয়েছে? এর পেছনে কি কারণ আছে? এটা কি নির্বাচন নস্যাৎ করার ষড়যন্ত্র?

এ ঘটনায় তদন্তে কমিশন গঠন করে দ্রুত বিচারের দাবি জানান তিনি।

এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেক যুক্তফ্রন্টের চেয়ারম্যান বি. চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী, যুক্তরাজ্য হাই কমিশনের ডেপুটি হাইকমিশনার ক্যানবার হোসেইন-বর ও হাই কমিশনের পলিটিক্যাল এনালিস্ট এজাজুর রহমান।

এ সময় বিএনপির নেতা কুলাউড়া আসনের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য ও উত্তর আমেরিকার জনপ্রিয় সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এম এম শাহীন বিকল্পধারায় যোগদান করেন।

এ সম্পর্কিত আরও খবর