কুলা ও নৌকা প্রতীকে নির্বাচন করবে বিকল্পধারা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 18:00:50

বিকল্পধারা বাংলাদেশ তাদের নিজস্ব প্রতীক কুলা ও ১৪ দলে যুক্ত হলে কিছু আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে এমন চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে দলটি।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনে চিঠিটি পৌঁছে দেন বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।

দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আরপিওর বিধান অনুযায়ী বিকল্পধারা বাংলাদেশের প্রার্থীরা দলীয় প্রতীক কুলা নিয়ে নির্বাচন করবেন। অপরদিকে ১৪ দলের সঙ্গে মহাজোট সম্প্রসারণ বিষয়ে আলোচনা এখনও চলছে। সমঝোতা হলে বিকল্পধারা মহাজোটে অংশগ্রহণ করবে। তখন বিকল্পধারা ও যুক্তফ্রন্টের কিছু প্রার্থী ক্ষেত্রবিশেষ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে।

এর আগে বিকেলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া নৌকা প্রতীকে ভোট করতে আগ্রহী দলগুলোর তালিকায় বিকল্পধারার নাম নেই।

এ সম্পর্কিত আরও খবর